কুমিল্লার ৬টি হাসপাতাল এখন ভুতুড়ে বাড়ি
কুমিল্লার বিভিন্ন উপজেলায় নির্মিত ২০ শয্যার ছয়টি হাসপাতাল এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। তিনটি মাঝেমধ্যে খোলা হয়। কার্যক্রম না থাকায় বাকি তিনটির দরজা-জানালা চুরি হয়ে যাচ্ছে। হাসপাতালগুলো হচ্ছে : সদর দক্ষিণ উপজেলার বাগমারা, বরুড়া উপজেলার সোনাইমুড়ি, নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া, চান্দিনা উপজেলার মহিচাইল, দাউদকান্দি উপজেলার দোনারচর ও শহীদনগরের ট্রমা সেন্টার। ২০০৬ সালের ১৭ অক্টোবর উদ্বোধন করা হয় নাঙ্গলকোট উপজেলার গোহারুয়ায় ২০ শয্যার হাসপাতালটি। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালটি নির্মাণ করা...
Posted Under : Health News
Viewed#: 20
আরও দেখুন.

